Nabbana Scholarship 2024-25 Details

 


নবান্ন স্কলারশিপ

বা

উত্তরকন্যা স্কলারশিপ




পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর উচ্চ-মাধ্যমিক বা তার পরবর্তী স্তরে পড়াশোনা করার জন্য টাকা প্রদান করা হয়।। নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ হলো একটি স্কলারশিপ। এই স্কলারশিপ দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গে ছাত্রছাত্রীরা উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। 


নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনে যোগ্যতা:

Ans-- এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।

1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

2. পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে।

3. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা পশ্চিমবঙ্গ সরকার দেওয়া কোনো টাকা পেলে উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করতে পারবে না।

4. মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে, উচ্চমাধ্যমিক পাশ করে কলজে এবং কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে আবেদনকারীকে।


কতো নম্বর পেলে এই স্কলারশিপ আবেদন করতে পারবে ?


1. উচ্চমাধ্যমিক স্তরে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিকে 50% এবং এর বেশি কিন্ত 60% কম নম্বর পেতে হবে।


2. স্নাতকস্তরে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিকে 50% এবং এর বেশি কিন্তু 60%কম নম্বর পেতে হবে।


3. স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য শিক্ষার্থীকে কলেজে 50% এবং এর বেশি কিন্তু 53% কম নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে।


Join WhatsApp Group

 ⏬⏬

 https://whatsapp.com/channel/0029VaAzNEKDZ4LgtR6IjU2e






আবেদনে জন্য কি কি  Document লাগবে?


Ans-- এই স্কলারশিপ আবেদনে জন্য নিম্নলিখিত ডকুমেন্টস জমা করতে হবে --


1. স্কলারশিপ এর আবেদন পত্র।


2. লাস্ট ক্লাস পরীক্ষার মার্কশিট


3. বর্তমান কোর্সে ভর্তি স্লিপ


4.পাসপোর্ট সাইজের রঙিন ছবি।


5. আঁধার কার্ড/রেশন কার্ড


6. Self declaration form


7. Income Certificate : DM /SDO /BDO /joint BDO / Executive Officer In Municipality /Deputy Commissioner of Corporation/ বা Group A কোনো সরকারি অফিসার দ্বারা প্রদত্ত  বাৎসরিক আয়ের সার্টিফিকেট।

8. MLA /MP Recommendation লেটার যেখানে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় উল্লেখ করা থাকবে।

9. ব্যাংকের পাশ বই ফার্স্ট পেজ

10. নিজের Mobile Number ও Email Id


Scholarship ফর্মটি কোথায় পাবো?


Ans--  স্কলারশিপ আবেদন অনলাইনে করতে হবে।। নিচের তিনটি ফর্ম রেডী করে Online আবেদন করতে হবে।।


ফর্ম তিনটি হলো --


Application Form-----

👇👇👇👇

⏬⏬


Self declaration ফর্মটি কলেজে দ্বারা sign করাতে হবে ---




এই ফর্মটি MLA signature নিতে হবে --




এই তিনটি ফর্ম Pdf download জন্য ডাউনলোড অপশনে ক্লিক করুন

👇👇👇👇👇

উত্তরকন্যা অফিসে জন্য

👇👇

Download 


Nabanna Office জমার জন্য

👇👇

Download 



কোন ওয়েবসাইটে অনলাইন করতে হবে??


Ans-- আবেদন করার জন্য ভিজিট করতে হবে -https://cmrf.wb.gov.in/(S(o5dru0ie2ogz3uaewzodw1ex))/default.aspx




Official contact number

  👇👇👇👇

(033) 2253 5278


BDO/SDO INCOME Certificate কিভাবে আবেদন করবেন Process জানতে নিচে দেওয়া স্ক্রিনশটে ক্লিক করে ভিডিওটি দেখুন 




এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন।। পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।।


Comments

Post a Comment

Popular posts from this blog

NBU Previous Year Question 2nd, 4th, & 6th Semester| Sem-ii/iv/vi Old Question

NBU| Previous Year Question 3rd & 5th Sem| Sem iii/V Previous Year Question

NBU Syllabus 1st & 2nd semester 2023-24 (UNDER N.E.P.)