SVMCM Scholarship Fresh and Renewal All details
Swami Vivekananda Scholarship
All Details
আজকে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। ক্লাস Xi থেকে আবেদন করা যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, জমা কোথায় করবেন সমস্ত বিষয় আলোচনা করবো।।
Fresh Application
Swami Vivekananda scholarship Fresh আবেদন সমন্ধে কিছু আলোচনা ---
কোন ক্লাসে পড়লে এই স্কলারশিপ আবেদন করা যাবে?
Ans: একাদশ শ্রেণী ও D.El.Ed, কলেজে প্রথম বর্ষ এবং ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়লে আবেদন করা যাবে।
UG (ENGG.), PG (ENGG.) AND OTHER PROFESSIONAL COURSES (AICTE APPROVED), POLYTECHNIC (DIPLOMA COURSES), UG (MEDICAL-DEGREE) AND DIPLOMA COURSES নিয়ে পড়লে আবেদন করা যাবে।
কতো পার্সেন্টেজ লাগবে?
Ans- লাস্ট ক্লাসে marks কতো থাকতে হবে তার চার্ট নিচে দেওয়া হলো -
কি কি ডকুমেন্টস লাগবে?
Ans- 1. Domicile certificate (Aadhar Card/Ration/Voter card)
2. Family Income Certificate (BDO/SDO)
3. Last Class pass Marksheet
4. Bank account passbook (IFSC CODE এবং Account number)
5. Admission Receipt
উপরিউক্ত document গুলো অনলাইন আবেদনে সময় স্ক্যান করে আপলোড করতে হবে এবং কলেজে জমা করতে হবে।
আবেদন Online না offline করতে হবে?
Ans- আবেদন Online এ করতে হবে। SVMCM অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে।
Website LINK-https://svmcm.wbhed.gov.in/page/about.php
আবেদনের পর ফর্ম কোথায় জমা দিতে হবে?
Ans- আবেদনে ফর্ম সহ ডকুমেন্টস নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।
Caste certificate কি লাগবে?
Ans- Caste certificate এই স্কলারশিপ লাগে না। জেনারেল হিসেবে আবেদন করা যায়।
কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে?
Ans- আবেদনে সময় Account number সঠিক টাইপ করতে হবে। Marksheet both side upload করতে হবে। Income certificate যদি online বের করেন তবে অবশ্যই ডিজিটাল sign verification করে প্রিন্ট করে প্রিন্ট কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
Fresh Application mobile-এ কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে Youtube channel এ ভিডিও পোস্ট করা রয়েছে। এই ভিডিওটিতে all details আলোচনা করা রয়েছে। ভিডিওটি দেখতে Watch Video link option click করুন বা নিচে ইমেজে ক্লিক করুন
Renewal Application
Swami Vivekananda scholarship Renewal আবেদন সমন্ধে কিছু আলোচনা ---
কারা আবেদন করতে পারবে?
Ans - একাদশ শ্রেণীতে, Ug ও Pg Course এ এবং অন্যান্য course প্রথম বর্ষে টাকা পেলে পরে ক্লাসে Renewal করতে পারবে।।
আবেদনে কতো পার্সেন্টেজ লাগবে?
Ans- লাস্ট ক্লাসে 60% marks থাকা বাধ্যতামূলক। যারা Hs level আবেদন করবে তাদের ক্লাস xi এ 60% মার্কস থাকতে হবে। এবং Ug ও Pg course এ আবেদন করবে তাদের লাস্ট দুই সেমেস্টার মিলে 60% ও 53% মার্কস থাকতে হবে।।।
আবেদন কিভাবে করতে হবে?
Ans- আবেদন অনলাইনে করতে হবে। Swami Vivekananda scholarship official এ গিয়ে আবেদন করতে হবে। সঙ্গে document upload করতে হবে।
Website LINK- https://svmcm.wbhed.gov.in/page/about.php
কি কি Document জমা করতে হবে?
Ans- ১. Last class Marksheet
২. Admission receipt
৩. Utilization Certificate
Utilization Certificate কোথা থেকে পাবো?
Ans- Apllication লগইন করার পর লাস্ট ক্লাস মার্কস এন্ট্রি পর, admission date selection করার পর সাবমিট করলে Document upload page এ Utilization certificate download অপশন পেয়ে যাবে।। Download করার পর Institute থেকে signature নিতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে।।
Renewal Application mobile এ কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে Youtube channel এ ভিডিও পোস্ট করা রয়েছে। এই ভিডিওটিতে all details আলোচনা করা রয়েছে। ভিডিওটি দেখতে Watch Video option click করুন বা নিচে ইমেজে ক্লিক করুন
Fresha Application এবং Renewal form institute-এ জমা দেওয়া পর institute ভেরিফিকেশন করবে এবং কলেজ আবেদনটিকে ফরওয়ার্ড করবেন। তারপর SVMCM দপ্তর ভেরিফাই করে approved করবেন। Verify করার পর approve হলে টাকা পাওয়া জন্য যোগ্য হবেন।
Scholarship Helpline:-18001028014
Scholarship releated সমস্ত আপডেট পেতে WhatsApp গ্রুপে যুক্ত হন
⏬⏬⏬
Scholarship নিয়ে কিছু প্রশ্নের উত্তর-
1. অনলাইন করার সময় ভুল ডকুমেন্ট আপলোড করেছি কি করবো?
Ans- ফর্মটি যদি লক থাকে তবে ইনস্টিটিউট থেকে unlock করতে হবে। ফর্ম unlock এর পর পুনরায় document upload করা যাবে।
2. ফর্ম Registration সময় ভুল হলে এডিট কি করা যাবে?
Ans- না। Registration এ ভুল হলে এডিট করা যাবে না। Institute name, course of discipline, gmail id সহ অন্যান্য তথ্য ভুল হলে এডিট করা যাবে না। তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ডিলেট করে নতুন আবেদন করতে হবে।
3. একাউন্ট নম্বর ভুল হয়েছে কিন্তু svmcm দপ্তর থেকে ভেরিফাই করে দিয়েছে এখন কি করবো?
Ans- Application approve হওয়ার পর অ্যাকাউন্ট নম্বর এডিট করে পুনরায় টাইপ করা যাবে না। সঠিক account number এ টাকা পেতে হেল্পলাইন নম্বর কথা বলতে হবে। সেই অনুযায়ী স্টেপ follow করতে হবে।
4. Application id ও Password নেই কি করবো?
Ans- svmcm ওয়েবসাইট ভিজিট করে Application id ও পাসওয়ার্ড reset করতে পারবে?
5. একসঙ্গে দুটি স্কলারশিপ পাবো কি?
Ans- না, Govt rules অনুযায়ী এখন শিক্ষার্থী একটি স্কলারশিপ পাবে।
6. SVMCM scholarship Caste certificate কি লাগবে?
Ans- না।
7. Income certificate কিভাবে পাবো?
Ans- BDO বা SDO ইনকাম অনলাইন আবেদন করে পাবেন অথবা অফলাইন পাবেন। SVMCM ওয়েবসাইটে income certificate একটি ফর্ম আছে সেটি sign করে নিলে bdo বা sdo ইনকাম হবে। যদি অনলাইন নিতে চান তবে e-Distric 2.0 ওয়েবসাইটে online আবেদন করতে হবে। কয়েকদিন পর অনলাইনে income পেয়ে যাবেন।
কিভাবে BDO/SDO income certificate application করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে ভিডিও পোস্ট করা রয়েছে। ভিডিও দেখার জন্য Screenshot 👇click করুন..
এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন।। পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।
Comments
Post a Comment